বরিশালে চুরি হওয়া ২৭ মোবাইল মালিকদের ফেরত দিলো এপিবিএন

জুন ২২ ২০২৩, ১৯:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চুরি হওয়া ২৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টার দিকে ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

এ সময় তিনি বলেন, আজকে ২৭টিসহ এখন পর্যন্ত ৮০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মোবাইলগুলো চুরি বা ছিনতাই হয়েছিল। মোবাইলের মালিকরা যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাদের ফোন ফেরত পেয়েছেন।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী এবং আইনি সহায়তা চাওয়া মোবাইল হারানো ১০ ব্যক্তি।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও