মৌসুমীর বৃহস্পতি তুঙ্গে

নভেম্বর ০৯ ২০২২, ১১:১৩

বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর দাম্পত্য জীবনটা মোটেও ভালো যাচ্ছিল না। স্বামী ওমর সানীর সঙ্গে তার দূরত্ব বহুদূর গড়িয়েছিল। অনেকে তো দুজনের সম্পর্কের ভাঙনের আশঙ্কা করেছিল। তবে শেষ পর্যন্ত অটুট রয়েছে দুজনের দুই যুগেরও বেশি সময়ের বন্ধন।

সানীর সঙ্গে দূরত্ব কমিয়েছেন মৌসুমী। দুজনে বিদেশ সফরও করেছেন একসঙ্গে। কাজেও মনোযোগী হয়েছেন এ প্রিয়দর্শিনী।

একসঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে মৌসুমীর। দুটি সিনেমাই একদিনে তথা ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে। দুটি ছবিই সরকারি অনুদানের। সব মিলিয়ে মৌসুমীর বৃহস্পতি তুঙ্গে।

মৌসুমীর মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটির একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’।

‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে— একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ।

অন্যদিকে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল।

সিনেমা দুটির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত মৌসুমী। ‘অনেক দিন পর আমার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দুটি সিনেমা গল্পপ্রধান ও জীবনের খুব কাছের গল্প। সিনেমা দুটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। দর্শক ভীষণ উপভোগ করবেন। দুটি চরিত্রেই অনেক গভীরতা আছে। এমন চরিত্রে অভিনয় করতে পারা সত্যি আনন্দের। আশা করি দর্শক পছন্দ করবে।’

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও