পিরোজপুরে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

মে ০৬ ২০২৩, ১৬:৪১

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইটবোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কলারণ বটতলা এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জানান, ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক।

নিহত জাকারিয়া হোসেন (২০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্বচর বলেশ্বর গ্রামের মোঃ আবু তালেবের পুত্র।

চন্ডিপুর ইউনিয়নের মেম্বার মোঃ দুলাল ফকির জানান, সকালে উপজেলার কালারণ এলাকার একটি ইট ভাটা থেকে ট্রলি নিয়ে চালক জাকারিয়া ইন্দুরকানীতে আসছিলো। পথে কলারণ বটতলা এলাকায় সুধীরের দোকানের পাশের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়।

এ সময় ট্রলি চালক ট্রলির নিচে চাপা পড়েন। তখন স্থানীয়রা এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথেই জাকির মারা যায়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও