ইন্দুরকানীতে বসন্ত রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রি

মে ০৫ ২০২৩, ২০:৩৩

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ‍॥  পিরোজপুরের ইন্দুরকানীতে বসন্ত রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রি করা হয়েছে । শুক্রবার উপজেলা পত্তাশী বাজারে এ ঘটনা ঘটে ।

জানা যায়, পত্তাশী হারেজ বেপারীর গরুটি দীর্ঘদিন বসন্ত রোগে আক্রান্ত ছিল । পরে একই গ্রামের আজিজ শরীফের ছেলে সোহেল শরীফ (কসাই)বৃহস্পতিবার ৪০০০০ হাজার টাকায় ক্রয় করে শুক্রবার পত্তাশী বাজারে জবাই করে গোশ বিক্রি শুরু করেন।

এসময় স্থানীয়রা বিষয়টি বাজার কমিটিকে জানালে বাজার কমিটি সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন ।

তিনি আরো বলেন, সোহেল কসাই এর আগেও তিনবার অসুস্থ ও মরা গরু জবাই করা অপরাধে জরিমানা দিয়েছেন। ইন্দুরকানী থানার এস আই মোঃ হুমাউন কবির জানান, ৯৯৯ লাইনে ফোন পেয়ে ঘটনা স্থালে যায়।

আমরা পৌছানো আগেই সোহেল কসাই গোশ রেখে পালিয়ে যান। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং প্রাণী সম্পদ মাঠ সহকারী শরিফুল ইসলাম ও বাজার কমিটির উপস্থিতিতে প্রায় ২মন খাবার অনুপোযোগী গোশ পুড়িয়ে ফেলা হয় ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও