মঠবাড়িয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
এপ্রিল ২৯ ২০২৩, ২০:২৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে হোসনেয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা বেগম ওই গ্রামের আব্দুল ছালামের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টি শুরু হলে হোসনেয়ারা নামে ওই গৃহবধূ নিজ বাড়ির পেছনের মাঠে ঘাস খেতে থাকা গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।









































