চলতি মাসেও ঘূর্ণিঝড়ের শঙ্কা
নভেম্বর ০৬ ২০২২, ০৯:৫৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তার ৮ শতাংশ হয় অক্টোবর ও নভেম্বর মাসে। সেই ধারাবাহিকতায় চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সাধারণত এই দুই মাসে লঘুচাপ সৃষ্টি হলে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। এই দুটি লঘুচাপ থেকে অন্তত একটি সাইক্লোন সৃষ্টি হবে।
এ ছাড়াও বৃষ্টির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, উপসাগরের দিকে মেঘ একেবারে নিচের দিকে অবস্থান করছে। সিলেটের ওপরে বাংলাদেশ বর্ডারের বাইরে একটি মেঘের উৎক্ষেপণ রয়েছে।
বাতাস পেলে তা দেশের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজ রবিবার সিলেট ও চট্টগ্রামের দু-এক জায়গায় ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে পারে।
আ/ মাহাদী