সমাবেশ শেষে বরিশাালে চলছে অটোরিকশা
নভেম্বর ০৫ ২০২২, ২১:৩৯
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর বরিশালে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ এবং নগরের মধ্যে তিন চাকার যানবহন চলাচল শুরু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় বরিশাল নৌবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রিন্স আওলাদ, পারবাত- ১৮ ও সুন্দরবন- ১১ নামের তিনটি লঞ্চ। তবে অভ্যন্তরীণ রুটের লঞ্চ শনিবার সন্ধ্যা পর্যন্ত চলাচল শুরু হয়নি। বিকাল থেকে ভোলার ভেদুরিয়া-বরিশাল রুটে চলেছে স্পিডবোট।
এদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লা রুটের বাস চলাচল শনিবার রাতে শুরু হয়নি। নগরীর নথুলতাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল কেন্দ্রিক বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু শনিবার রাত ৮টায় সমকালকে বলেন, আমাদের ধর্মঘটে আল্টিমেটাম ছিল রোববার সকাল ৬টা পর্যন্ত। তাই রোববার সকালের আগে বাস চলাচলের কোনো সম্ভাবনা নেই। রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রিক বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন শনিবার রাত ৮টায় জানান, আমরা মালিকরা সভা করেছি। সভায় সিদ্ধান্ত হয়েছে, বরিশাল বিভাগের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৭ রুটে আমরা রোববার সকাল থেকে যাত্রী পরিবহন শুরু করবো।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাত সাড়ে ৮টার পর বরিশাল থেকে তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রোববার সকাল থেকে চলবে অভ্যন্তরীণ ১১ রুটের লঞ্চ।
বরিশাল জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা বলেন, শনিবার সন্ধা থেকে নগরীতে ৩ চাকার গণপরিবহন (ইজিবাইক) চলাচল শুরু হয়েছে।