বরিশালে জেল হত্যা দিবস উপলক্ষে যুবলীগের আয়োজনে দোয়া মোনাজাত

নভেম্বর ০৩ ২০২২, ২০:০৫

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আসর বাদ নগরীর বিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলো প্রাঙ্গণের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা।

বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন দলের দুঃসময় থেকে শুরু করে দলীয় সকল কর্মসূচীতে বরিশাল মহানগর যুবলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।সভায় উপস্থিত সকল বরিশাল মহানগর আওয়ামী যুবলীগপর নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে করে দেশের চলমান উন্নয়ন বন্ধ করতে কাজ করা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেন।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তব্যরা। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক নিজামুল ইসলাম নিজাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এছাড়া আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মারফ আহমেদ জিয়া,সৈয়দ মেহেদী হাসান রোমান, সেন্টু, মানিক, বাবুলসহ জেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যান সম্পাদক সাইফুল্লাহ খান লাবু, মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি-সম্পাদক, নেতাকর্মী সহ ১৬ নং ওয়ার্ড যুবলীগের রাফি জুয়েল, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ সহ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও