কাউনিয়ায় প্রসাধনী ব্যবসায়ীর আত্মহত্যা

জানুয়ারি ২৫ ২০২৩, ১১:০০

অনলাইন ডেস্ক :: রংপুরের কাউনিয়ায় ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক প্রসাধনী ব্যবসায়ী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

এর আগে সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার টেপামধুপুর রাজিব গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় মধুপুর কারবালা বাজারে প্রসাধনী (কসমেটিক) ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন আব্দুর রাজ্জাক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা দুলু মিয়া জানান, করোনার সময় থেকে দীর্ঘদিন প্রসাধনী দোকান বন্ধ ছিল। এজন্য চাচা আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। আর ঋণের কারণে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন।

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদুল ইমলাম জানান, পারিবারিক কলহ ও মানসিক অশান্তির কারণে আব্দুর রাজ্জাক আত্মহত্যা করেছেন।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেরুল বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও