সড়ক থেকে দুই শ্রমিকের থেতলানো মরদেহ উদ্ধার
জানুয়ারি ১৯ ২০২৩, ১১:১৫
অনলাইন ডেস্ক :: কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাইয়ের বড় ধর্মপুর এলাকা থেকে দুই শ্রমিকের থেতলানো মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
অজ্ঞাত গাড়িচাপায় তাদের মৃত্যু হতে পারে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম ভূঁইয়া।
নিহত দুজনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামে। তারা হলেন-ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। তারা দুজনেই কলের পাইপ-ফিল্টারের কাজ করতেন। পরিবার বলছে, তারা কাজের জন্য সকালে বের হয়েছেন। মরদেহ দেখে মনে হয়েছে কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে। তাদের দুজনেরই নাড়ি-ভুঁড়ি বের হয়ে গেছে। শরীর থেতলে গেছে। মরদেহ ফাঁড়িতে আনা হয়েছে।
আমার বরিশাল/আরএইচ








































