বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল
জানুয়ারি ০৯ ২০২৩, ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপিতে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুলকে ছাত্র বিষয়ক সম্পাদক মনোনিত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেন মহানগর ছাত্রদল।
সোমবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনির নেতৃত্বে অনন্দ মিছিল বেড় হয়।
আনন্দ মিছিল সদররোড ও গ্রিজ্জা মহল্লা সড়ক প্রদক্ষিণ করে মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরিয়ে আসার আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে আরো বেশি শক্তিশালি করার প্রত্যাশা কামনা করেন।









































