কোহলির রুমের ভিডিও ফাঁস, বরখাস্ত সেই হোটেলকর্মী

নভেম্বর ০২ ২০২২, ০৯:৩৪

স্পোর্টস ডেস্ক :: এশিয়া কাপে ফর্ম ফিরে পাওয়া বিরাট কোহলি এবার অস্ট্রেলিয়ায়ও চমক দেখাচ্ছেন। চলমান বিশ্বকাপে দারুণ ফর্মে থেকে বেশ ফুরফুরে মেজাজে তিনি।

কিন্তু এরইমধ্যে নিজ হোটেলরুমের ভিডিও ফাঁসের ঘটনায় অস্বস্তিতে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক। বেজায় চটেছেনও তিনি। গোপণীয়তা লঙ্ঘন হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও করেছেন এ নিয়ে।

বিষয়টি আমলে নিয়েছে পার্থের সেই হোটেল কর্তৃপক্ষ। কোহলির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সেই ভিডিওকারীকে বরখাস্ত করেছে তারা।

এক বিবৃতিতে হোটেল ক্রাউন পার্থের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আন্তরিকভাবে অতিথির (কোহলি) কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ নেব আমরা।’

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের দিনের। এদিন কোহলি যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন অন্য এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার হোটেলরুমের ভিডিও প্রকাশ করা হয়। এ ভিডিও দেখে বিস্মিত হন কোহলি, কারণ তার অনুমতি না নিয়েই তার কক্ষে প্রবেশ করে এ ভিডিও তৈরি করা হয়।

একে ক্ষোভ উগরে দিয়ে কোহলি নিজেই ভিডিওটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন — ‘আমি বুঝতে পারছি যে, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী হয়ে থাকেন। ফ্যানদের এমন আবেগকে আমি সবসময় সমর্থন করি, এর প্রশংসা করি। কিন্তু এখানে এই ভিডিও বিপজ্জনক। এটি আমার গোপনীয়তা ভঙ্গ করেছে। আমি অস্বস্তিতে পড়েছি। বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’

এর পর বিরাট কোহলি লিখেছেন— ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এ ধরনের গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন। খেলোয়াড়দের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’

বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। তিনি বলেন, ‘অতীতে এরকম কয়েকটি ঘটনার মুখে পড়েছি, যেখানে ভক্তরা কোনওরকম সহমর্মিতা এবং রুচিবোধের দেখাননি। কিন্তু এটা সবথেকে নিকৃষ্ট ঘটনা। ভাবুন তো, এটা যদি আপনার বেডরুমে ঘটতো, তাহলে চুপ থাকতেন?’

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও