১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডিসেম্বর ৩০ ২০২২, ২১:১৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের সফিলপুর বাজার সংলগ্ন আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আব্দুল হকের নেতৃত্বে একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানের বাড়িতে গভীর রাতে অভিযান চালায়।
মান্নানকে আটকের পর তার তথ্য মতে খাটের নিচ থেকে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মান্নানের ছেলে আবুল কালাম পালিয়ে যান।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আব্দুল হক জানান, মান্নান ও তার ছেলের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মান্নানকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।








































