‘ব্যবসার পরিস্থিতি’র পর ‘সোনার বাংলাদেশ’

নভেম্বর ০১ ২০২২, ১৬:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘ব্যবসার পরিস্থিতি’ গানটি। গত ‍১১ আগস্ট প্রকাশ পাওয়া গানটি প্রকাশের পর ইতিমধ্যেই পার করেছে ৩০ মিলিয়নের ঘর। গানের সুবাদে এর শিল্পী আলী হাসানও চলে আসেন আলোচনায়।

সেই ধারাবাহিকতায় এবার আলী হাসান আসছেন নতুন গান নিয়ে। এর শিরোনাম ‘সোনার বাংলাদেশ’। সম্প্রতি গানটির একটি টিজার প্রকাশ হয়ে ফেসবুকে।

নতুন গানের কথাগুলো এমন- ‘দেশে ভালা কইবেন কারে, এহন সবার ভেতরেই প্যাচ/ তগো মোছ দাড়ি গজানের আগে গজায়া যায় ল্যাজ/ আমার সোনার বাংলাদেশ’। আলী হাসানের এবারের গানে উঠে এসেছে মানুষের নানা সমস্যার কথা।

শিল্পীর ভাষ্য, ‘আমার দেশের মানুষের স্বভাব নিয়ে গানটি। দেশের কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা আমার আপনার মধ্যেই। আমি বিদেশ ছিলাম।

বিদেশ গেলে বোঝা যায় দেশের মর্ম। আমার দেশটা অনেক সুন্দর, কিন্তু সমস্যা আমাদের স্বভাবে। সেসব বিষয়ই গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছি।’

এদিকে, ‘সোনার বাংলাদেশ’ গানটিও প্রকাশ পাবে জি-সিরিজের ব্যানারে। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘কিছুদিনের মধ্যেই রিলিজ হবে নতুন এই গানটি।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও