ওমরাহ করতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি নারী
ডিসেম্বর ২৬ ২০২২, ২১:৩৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে রাবিয়া বসির (৬০) নামে এক বাংলাদেশি নারী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে,ওমরাহ করতে গত ২৩ ডিসেম্বর অক্সফোট ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসেন রাবিয়া বসির ও তার স্বামী মো. নুরুল ইসলাম।
২৫ ডিসেম্বর কাবা ঘর তাওয়াফ করার সময় গ্রুপ থেকে হারিয়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ নারীর আত্মীয় বলেন, ‘নিখোঁজ হাওয়ার পরে আমরা রাবিয়া বসিরকে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে হেরামের পুলিশ স্টেশন ও মক্কা মিসফালাহ বাংলাদেশ হজ্ব মিশনে নিখোঁজের রিপোর্ট করি।
যদি কোনো ব্যক্তি রাবিয়া বসিরের খোঁজ পান তাহলে ০৫০৭ ২৫ ২৫ ২৭ (সৌদি আরব) ও ০১৬৪২ ৭২ ৯০ ৮৪ (বাংলাদেশ)- এই নম্বরে জানানোর অনুরোধ জানাচ্ছি।’









































