আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তায় র‍্যাব সর্বাত্মক প্রস্তুত: ডিজি

ডিসেম্বর ২৩ ২০২২, ১২:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে র্যাব সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

বিভিন্ন পয়েন্টে স্টাইকিং ফোর্সের পাশাপাশি পেট্রোল টিম ও ডগস্কোয়ার্ড থাকবে। এছাড়া বোম ডিস্পোজাল ইউনিট এবং সাদাপোষাকে র্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। বিশেষ প্রয়োজনে কমান্ডো টিম প্রস্তুত থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নিরাপত্তা ভেন্যু পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আগামীকাল শনিবার এই মাঠে আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্মেলনের সার্বিক পরিস্থিতি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাব প্রস্তুত। আশা করি কোনো সমস্যা হবে না।

কোনো ধরণের অপ্রীতিকর আশঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, ‘আমরা আশঙ্কার কথা বলছি না।

র্যাব জাতীয় যেকোনো অনুষ্ঠানে নিরাপত্তার কথা চিন্তা করে। এখানে যারা আসবেন তারা যেন নিরাপত্তার মধ্যে থাকেন; বাইরের কোনো অপশক্তি এখানে ঝামেলা না করতে পারে সেই হিসেবে আমাদের নিরাপত্তা প্রস্তুতি।’

আরেক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘রাজনৈতিক উত্তাপ তো দেখি না। রাজনীতিবিদরা রাজনীতি করবেন।

সরকারি দল, বিরোধী দল থাকবে। যেহেতু সামনে নির্বাচনে সেই হিসেবে রাজনৈতিক উত্তাপ মনে হতেই পারে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও