সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে ঝরল ৮ প্রাণ

ডিসেম্বর ১৫ ২০২২, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকঘর-মাঝিপাড়া সড়কে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশার চালক নুরুল ইসলাম (৪৮)।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মোট ১৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুরের চরপাড়া পর্যন্ত এক কিলোমিটার এলাকার মধ্যে ১৬টি ও সদর উপজেলার মাদারজানি এবং ভূঞাপুরের জগৎপুরা এলাকায় অপর দু’টি দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামে নসিমন উল্টে শাকিল খান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও