সংস্কার বঞ্চিত আন্দামানিকের জনপদের ব্রিজ 

নভেম্বর ২০ ২০২৫, ১৬:১২

 এস এম শাহ আলম ‍॥ দীর্ঘ দুই যুগ ধরে ও সংস্কার হয়নি অবহেলিত এলাকার জনপদের ব্রিজ। বরিশাল জেলার কাজিরহাট থানা আন্দারমানি ইউনিয়নের ভংগা ও কাদিরাবাদ এলাকার ভাঙ্গাচুর জরাজীর্ণ ব্রিজ।
এলাকাবাসীর জানায় গেছে প্রায় দুই যুগের উপরে বীজ নির্মাণ হলেও পর থেকে এই ব্রিজ জনপ্রতিনিধি সংস্কার করে নাই ভাঙ্গাচুর জরাজীর্ণ ব্রীজের উপর দিয়ে এলাকাবাসী পারাপার হচ্ছে। কাদিরাবাদ গ্রামের আলতাফ হাওলাদার বলেন নির্বাচনের মুহূর্ত জনপ্রতিনিধি সংস্কারের আশ্বাস দিয়ে গেল পরবর্তীতে কেউ সংস্কারের কথা ভাবেনা। স্থানীয় জাকির হোসেন মিয়া বলেন এ পর্যন্ত অনেক লোক দুর্ঘটনার স্বীকার হলেও কতৃপক্ষ নজরদারি করছে না।
সরজমিনে দেখা গেছে দীর্ঘ বছর আগে নির্মান হলেও দেখা গেছে বহু বছর আগ থেকেই ব্রিজ মাঝখানের পাটা ভেঙে গেছে এলাকাবাসী মিলে ব্রিজের উপর কাঠ ও গাছ দিয়ে জোড়া তালির মাধ্যমে আসা যাওয়া করছে। আন্দারমানি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের সাথে জানতে চাইলে তিনি বলেন। আমার চেয়ারম্যান দায়িত্ব নেই এখন দায়িত্ব ইউপি মেম্বার।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সাথে আলাপ করলে তিনি বলেন প্রায় দুই মাস আগে আন্দারমানিক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলাম। এছাড়া দেখি দীর্ঘ বছর যাবত পাটা ব্রিজ ভাঙ্গাচুরা মেহেন্দিগঞ্জ উপজেল মত বিনিময়ের সময় সংস্কারের প্রস্তাব দিব।
এলাকাবাসীর অভিযোগ রয়েছে গ্রামীণ জনপদের উন্নয়নের আশ্বাস না দিয়ে বাস্তবে সংস্কার করে দিলে এলাকাবাসী সুযোগ সুবিধা ও যাতায়াতে সুফল বয়ে আনবে বলে মনে করেন।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও