মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা ও পথসভা
নভেম্বর ০৭ ২০২৫, ২০:১২
ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শিহাব আহমেদ সেলিম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাদাত হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আজ ৭ নভেম্বর বাংলাদেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে ঘটে যাওয়া সেনা–সিপাহী-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দেয়। অস্থিরতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে নতুন ধারার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এদিনকে কেন্দ্র করে।
ঐতিহাসিক সেই সময়টিতে সেনানিবাসে গৃহবন্দি ছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। সেই সংকটময় সময়েই সাধারণ সিপাহি, সেনা কর্মকর্তা এবং জনতার সম্মিলিত উদ্যোগে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।
স্বাধীনতার পক্ষে কালুরঘাট বেতার থেকে ঘোষণা দেওয়া ‘মেজর জিয়া’ তখনই জনমানসে পরিচিত হন। তার মুক্তির দাবিতে সিপাহিদের সঙ্গে সাধারণ মানুষও রাজপথে নেমে আসে। এই আন্দোলন নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেয় এবং পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।








































