প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নভেম্বর ০৫ ২০২৫, ১৪:৩৬
গত ৩ নভেম্বর ২০২৫ যুগান্তর পত্রিকায় সহ বরিশালের কিছু স্থানীয় দৈনিকে ‘দুই ডজন কিশোর গ্যাংয়ে নিরাপত্তাহীন বরিশাল’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন কাগাশুরার বাসিন্দা তপন। এক প্রতিবাদ লিপিতে তপন বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তপনের বক্তব্য, নগরীর সদর উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে দুই ডজন কিশোর গ্যাং।
ফেসবুক গ্রুপে জানান দিয়ে এলাকাভিত্তিক নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালায় গ্রুপগুলো। র্যাগিং, যৌন হয়রানি, মারামারি, কোপানো, চুরি-ছিনতাই, মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। মূলত আমি তপন সংবাদের উল্লেখিত কোন ঘটনার সাথে জড়িত নয়। একটি মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য উপস্থাপন করিয়ে আমার র্দীঘ দিনের রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্যই এই মিথ্যা সংবাদ প্রকাশিত করিয়েছে।
এছাড়াও যে সংবাদ আমাকে সহ কষাই আলামিন ও শরিফ মাছুম নাম উল্লেখ করা হয়েছে। মূলত আমাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের কছাকাছি। কিন্তু আমাদের বানানো হয়েছে কিশোর গ্যাং। যা একটি হাস্যকর। অন্যদিকে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নামে একটি ভূয়া ফেইজবুক আইডি খুলে সোসাল মিডিয়ায় তপনের নামে অপ্রচার চালানো হচ্ছে। তাই উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী তপন
কাগাশুড়া,সদর উপজেলা,বরিশাল।









































