বরিশালে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
অক্টোবর ২৭ ২০২৫, ১৫:০০
বরিশাল ॥ সমাবেশ আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের সমানে মঞ্চ তৈরী করে জেলা যুবদলের নেতারা শোভাযাত্রা বের হওয়ার আগে বক্তব্য রাখেন।
এখানে যুবদল নেতারা বলেন, ফেব্রুয়ারীতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে এজন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতা কর্মীর প্রস্তুত থাকতে হবে।
বিশেষ করে সাধারণ মানুষের হাড়ির খবর রাখতে হবে, তাদের কথা বুঝতে হবে এবং পাশে থাকতে হবে।
এরপর দলীয় প্রধানের প্রতিকৃতি সহ বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠিত নগরীতে বিশাল এক শোভাযাত্রা বের বরিশাল উত্তর জেলা য্দুলের যুগ্ন-আহ্বায়ক কায়সার আহমেদ নেতৃত্বে নেতা র্কর্মীরা।
এছাড়া সংবেশ শেষে জেলা যুবদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।








































