বরিশালে তরুনীকে ধর্ষনের দায়ে চার জনের মৃত্যুদণ্ড

অক্টোবর ২৬ ২০২৫, ১৮:০১

বরিশালে তরুনীকে ধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম তিন আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

একই সাথে প্রত্যেক আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মোঃ জাহিদ ও খোকন খান। এর মধ্যে আসামী খোকন খান পলাতক রয়েছে। আসামী চারজনই বরিশাল নগরীর ধান গবেষনা রোড এলাকার বাসিন্দা।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ধর্ষণের শিকার তরুনী (সুইটি বেগম ১৮) বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের মাসুম হাওলাদারের স্ত্রী। ২০১৬ সালের ১০ নভেম্বর তরুনী বাসা থেকে এক লক্ষ টাকা নিয়ে বের হয়ে শেবাচিম হাসপাতালে যাচ্ছিল। এসময় সে একটি অটো রিকশায় উঠলে চালক তাকে অন্যত্র নিয়ে যায়। তিনি ডাক চিৎকার করলে আসামীরা তাকে মারধর করে।

পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় খ্রীস্টান পাড়ায় জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে তার পরিবার তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। এঘটনার পরদিন ভুক্তভোগী তরুনী বাদী হয়ে চারজনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে।

পরে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আতাউর রহমান ২০১৭ সালের ২৩ নভেম্বর আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও