আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্ট নারী ও পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

অক্টোবর ১৪ ২০২৫, ১৯:০৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গৈলা মডেল ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের নববধূ জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার(১৮) খালা মাহামুদা খানমের বাড়িতে বসে ঘরের জালানা দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাকে মৃত্যু ঘোষণা করেন। জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে। রাবেয়ার চার মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের আলামিন সরদারের সাথে বিয়ে হয়েছিল।

খবর পেয়ে ওসি(তদন্ত) সুশংকর মল্লিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাবেয়ার পরিবারের কোন অভিযোগ না থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দিকে একই দিনে বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামে অখিল বৈষ্ণব’র স্ত্রী রিনা বৈষ্ণব (৫০) দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

সোমবার বিকেলে একা বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি। তাকে না দেখে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে সোমবার বিকেল ৫টায় রিনাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.মাসুদ পারভেজ তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে ওসি(তদন্ত) সুশংকর মল্লিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিনার পরিবারের কোন অভিযোগ না থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও