মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা

অক্টোবর ০৭ ২০২৫, ১৯:৩১

Oplus_131072

বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোষ্ট গার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার সঙ্গে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলো- জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্র নিয়ে হামলা চালায় জেলেরা। এতে আমিসহ কয়েকজন কোষ্টগার্ডের সদস্য আহত হই। পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও