তরুণীকে বিয়ে না করায় হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৮ ২০২৫, ১৭:৫১

বরিশাল: তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. লোকমান হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তার মো. লোকমান হোসেন (৩৬) বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন নথুল্লাবাদ শেরে বাংলা সড়কের মো. শওকত মোল্লার ছেলে।

বিষয়টি বৃহষ্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এরআগে র‌্যাব-১০ এর সদস্যদের সহযোগীতায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর সদস্যরা।

মামলার বরাতে র‌্যাব জানায়, গ্রেপ্তার লোকমান হোসেনসহ অন্য অভিযুক্তরা পরষ্পর যোগসাজশে পরিকল্পনা মোতাবেক ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪৫) কে গত ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউর জিমি ভবনের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যায়।

ওইসময় অপর অভিযুক্ত তরুণী শান্তা (২২) কে বিয়ে করার জন্য ব্যবসায়ী মাসুদুর রহমানকে চাপ দেয়া হয়। কিন্তু সে (মাসুদুর রহমান) বিয়ে করতে রাজি না হলে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, লাঠি, দিয়ে ভিকটিমের মাথা, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী আঘাত করে এবং পেটের ডান পাশে একটি ধারালো ছোরা ঢুকিয়ে দিয়ে কাটা গুরুত্বর রক্তাক্ত জখম করে।  এসময় ভিকটিমের সাথে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

অপরদিকে ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে ভিকটিমের মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যে মামলায় পলাতক আসামী ছিলেন লোকমান হোসেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও