তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সেপ্টেম্বর ০৬ ২০২৫, ২৩:৪৭
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পৃথক দু’টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দু’টি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মনিফা উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামের ফজলু মিয়ার মেয়ে। অপর শিশু মুনতাহা একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চরলাদেন গ্রামের কৃষক আ. মান্নানের মেয়ে।
জানা গেছে, শনিবার দুপুরে শিশু মনিফা ঘরের পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ সময় শিশুটির মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অপর শিশু মুনতাহা তার বাবার সাথে মাঠে গিয়ে ফেরার পথে মাঠের পাশে একটি পুকুরে পড়ে গিয়ে মারা যান।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








































