ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা কম: নাহিদ ইসলাম
আগস্ট ২৫ ২০২৫, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদের নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’
রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কখনো নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কে যাইনি। কেবল বলেছি- সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে তাতে আমাদের আপত্তি নেই।’
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন পেছানো বা আসন সমঝোতা- এসব কেবল গুজব ও প্রোপাগান্ডা। আমাদের কাছে আসল বিষয় হচ্ছে সংস্কার। নির্বাচনে অংশগ্রহণের চেয়ে বড় বিষয় হলো- গণঅভ্যুত্থানের পর দেশের মানুষকে দেখানো যে পরিবর্তন আমরা এনেছি।’
তিনি আরও বলেন, ‘সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।








































