কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার
আগস্ট ০৭ ২০২৫, ২১:৩৯
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ডিসি পার্ক সংলগ্ন সাগরে লাশ ও ট্রলারটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে তার ভাতিজা সাগর লাল গেঞ্জি ও কালো প্যান্ট দেখে লাশ শনাক্ত করেন।
২৬ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তখন ১৫ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়, ৬ জন নিখোঁজ ছিলেন। ইতোমধ্যে ২ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন।
নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।








































