সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি
আগস্ট ০৭ ২০২৫, ২১:৩৬
আমতলী: আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। অভিযোগ উঠেছে, গত দুই মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরায়নি।
জানা গেছে, গত বছরের জুলাই মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেক সৌন্দর্য্য বর্ধনে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ হয়। কাজটি পায় মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর সময় থেকে তারা পৌরসভা কার্যালয়ের সামনে সড়কে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখে, যার ফলে শুরু থেকেই জনদুর্ভোগ শুরু হয়।
সরেজমিনে বৃহস্পতিবার দেখা গেছে, সড়কের বড় একটি অংশজুড়ে এখনো বালু ও পাথরের স্তুপ পড়ে রয়েছে। এর ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্র চালকদের ঝুঁকিতে পড়তে হচ্ছে।
অটোরিকশা চালক ইসমাইল হোসেন বলেন, ‘পাথরের ওপর দিয়ে গাড়ি চালানো কঠিন, দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমরা দ্রুত এসব সরিয়ে নেয়ার দাবি জানাই।’
মাহেন্দ্র চালক সোলায়মান বলেন, ‘দুই মাস ধরে এমন অবস্থায় গাড়ি চালাতে হয়। পৌর কর্তৃপক্ষ দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
পথচারী সোহেল, রিপন ও শিবলী শরীফ জানান, সড়কে নির্মাণ সামগ্রী থাকার কারণে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। যেহেতু কাজ বন্ধ, তাই এসব সরিয়ে রাখাই উচিত বলে মত দেন তারা।
এ প্রসঙ্গে প্রকল্পের সদস্য সচিব রুবেল খাঁন বলেন, ‘কাজ বন্ধ থাকায় কিছু নির্মাণ সামগ্রী সড়কের পাশে রাখা ছিল।’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর এএসএম আবুল কালাম জানান, ‘প্রকল্প এলাকায় পর্যাপ্ত জায়গা না থাকায় সাময়িকভাবে সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল। দ্রুতই সেগুলো সরিয়ে ফেলা হবে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খান বলেন, ‘মানুষের ভোগান্তি দিয়ে কোনো কাজ করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে সড়কে পড়ে থাকা নির্মাণ সামগ্রী অপসারণের ব্যবস্থা করা হবে।’








































