জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ
সমাবেশে যোগ দিতে দক্ষিণাঞ্চল ত্যাগ ৭০ হাজার নেতাকর্মীর
জুলাই ১৯ ২০২৫, ০১:০৫
বরিশাল ॥ আজ শনিবারের (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল লঞ্চঘাটে উপচে পড়া ভিড় ছিলো লক্ষনীয়।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও গোটা বিভাগ থেকে ৭০ হাজার নেতাকর্মী কেউ লঞ্চে আবার কেউ বাসে করে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়ে যান। তাই বাস র্টামিনাল ও নদীবন্দরে র্দীঘ ১৬ বছর পর জামায়েত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় গেছে।
লাল-সবুজ ও দলীয় পতাকা, ব্যানার, টুপি ও জামা-কাপড়ে নিজ দলের পরিচয় বহন করা এসব কর্মীরা দলবদ্ধভাবে লঞ্চঘাটে উপস্থিত হয়ে লঞ্চযোগে ঢাকার সমাবেশের জন্য রওনা দিয়ে গেছেন। তাদের অনেকেই পরিবার নিয়ে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
জামায়াতের স্থানীয় এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের দমন-পীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং ইসলামবিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে সারা দেশ থেকেই লাখো লাখো নেতাকর্মী অংশ গ্রহন করবেন।
তারই অংশ হিসেবে বরিশাল থেকেও উল্লেখযোগ্যসংখ্যক নেকাকর্মী ঢাকায় যাচ্ছে। বরিশালের নেতাকর্মীদের জন্য ৭টি লঞ্চ ও ৬৫টি বাস যোগে ঢাকায় রওয়ানা করেছেন বরিশালের জামায়াত নেতাকর্মীরা।
বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা এসব লঞ্চ ও বাসে ঢাকায় সমাবেশে যোগ দেবেন। এর মধ্যে জেলা জামায়াতের উদ্যোগে ৪টি লঞ্চ ও ৬৫টি বাস এবং মহানগর জামায়াতের উদ্যোগে ৩টি লঞ্চ ভাড়া করে তারা গিয়েছে বলে জানা গেছে।
বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সমাবেশে যোগ দিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বরিশাল থেকে ৩টি পূর্ণাঙ্গ লঞ্চ ভাড়া করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এসব লঞ্চ সম্পূর্ণভাবে ভাড়া করা হয়েছে। এই লঞ্চে শুধু মহানগরের ৬ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।
বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আমাদের আদর্শিক অবস্থান ও জনসম্পৃক্ততা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমরা বরিশাল থেকে সম্মিলিতভাবে অংশ নিবে।
তিনি আরও বলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বরিশাল থেকে ৪টি পূর্ণাঙ্গ লঞ্চ ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬৫টি বাস ভাড়া করা হয়েছে। এর মধ্যে বড় একটি লঞ্চ বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে যাবে।
এছাড়া অন্য তিনটি লঞ্চ জেলার হিজলা মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে ছেড়ে যাবে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এগুলো ভাড়া করা হয়েছে। এই লঞ্চ ও বাসে জেলা জামায়াতের ১২ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।
ঘাটে উপস্থিত বিভিন্ন যাত্রী, দোকানদার ও লঞ্চ কর্তৃপক্ষ জানান, নেতাকর্মীদের ভিড় থাকলেও কোনো বিশৃঙ্খলা হয়নি। বরং নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে, শৃঙ্খলার সাথে তারা লঞ্চে উঠছেন। এতে সাধারণ যাত্রীদের চলাচলেও কোনো প্রকার বিঘ্ন ঘটেনি। বরিশাল নদীবন্দরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ভিড় বেশি থাকলেও যাত্রীদের চলাচলে কোনো সমস্যা হয়নি। সবকিছু সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।”
লঞ্চঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার ব্যবস্থা রেখেছে।
ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণকারীরা মনে করছেন, এই কর্মসূচি ইসলামী আন্দোলন ও গণতন্ত্রের পক্ষে একটি নতুন বার্তা দেবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল পদে থাকা বায়জীদ বোস্তামী বলেন, ঢাকা দলের সমাবেশে যোগ দিতে বরিশাল শহর সহ জেলা থেকে ১৫ হাজার এবং গো বরিশাল বিভাগ থেকে মোট ৭০ হাজার নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আশা সবাই আগীকাল শনিবার সমাবেশে যোগ দিবেন।
বরিশাল
১৯-০৭-২৫








































