পাথরঘাটায় ৪ লাখ ১৩ হাজার টাকার মাদক ধ্বংস

জুলাই ১৭ ২০২৫, ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লাখ ১৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ মে হতে ১০ জুন পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ৪টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫ টি গাঁজা গাছ সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় কোস্টগার্ড বাদি হয়ে মামলা করে।

পরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুযায়ী বিকাল ৪ টায় বাংলাদেশ কো্টগার্ড ক্যাম্পে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৫০ পিস ইয়াবা এবং ১১ কেজি ২৯০ গ্রাম কেজি গাঁজা ধ্বংস করা হয়। এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও অভিযানে অংশগ্রহণকারী পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও