আমতলীতে মঞ্চে না উঠেই চলে গেলেন এনসিপি নেতারা
জুলাই ১৫ ২০২৫, ০০:১১
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীর বাধঘাট চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পথসভা উপলক্ষে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকেই স্থানীয় নেতাকর্মী ও শতাধিক সমর্থক সেখানে সমবেত হন। সবাই অপেক্ষায় ছিলেন কেন্দ্রীয় নেতাদের ভাষণের জন্য।
কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা মঞ্চের পাশে দিয়ে গাড়িতে করে চলে যান—তারা মঞ্চে উঠেননি, এমনকি একবার ফিরেও তাকাননি। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা আল মামুন বলেন, ‘দুপুর থেকে অপেক্ষা করেছি। নেতারা এসে পাশ দিয়ে চলে গেলেন—এটা আমাদের প্রতি অসম্মান।’ ডেকোরেটর ব্যবসায়ী লিটন মিয়া বলেন, ‘মঞ্চ প্রস্তুত করেছিলাম নেতাদের জন্য। কিন্তু তারা না উঠায় এখন গুটিয়ে নিচ্ছি।’
এক গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মানুষের মুখোমুখি না হয়েই রাজনীতি করতে হয়, তাহলে এ আয়োজনেরই বা মানে কী? এতে মানুষের আস্থা কমবে।’
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে মন্তব্য করেন, ‘জনতার পাশে না থেকে দূরত্ব বজায় রেখে রাজনীতি করলে দল জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।’
তবে এনসিপির নেতারা পরে আমতলী ফেরিঘাটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিষয়টি নিয়ে আমতলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ বলেন, ‘জেলার কর্মসূচি থাকায় কেন্দ্রীয় নেতারা উপজেলা সভায় আসতে পারেননি।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সারাদেশে জুলাই পথযাত্রা জেলায় করার সিদ্ধান্ত হয়েছে, তাই সময় সংকটে উপজেলার সভায় যোগ দেওয়া সম্ভব হয়নি।’








































