ঝালকাঠিতে দ্বিতীয় দিন গড়ালো নৌযান ধর্মঘট

নভেম্বর ২৮ ২০২২, ১১:১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে ১০ দফা দাবিতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। ফলে সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ ও দেশের একমাত্র কৃত্রিম চ্যানেল গাবখান থেকে কার্গো চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটে নৌপথে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। নিরুপায় হয়ে যাত্রীরা সড়কপথ ব্যবহার করলেও মালামাল নিয়ে ছোট-বড় কার্গো জাহাজ না ভিড়ছে তীরে, না যাচ্ছে গাবখান চ্যানেল হয়ে ঢাকা, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা বন্দরে।

নৌযান শ্রমিকরা জানান, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান ও সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে সারা দেশের নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছেন।

ঝালকাঠির সুন্দরবন ১২ লঞ্চের সুপারভাইজার মো. হারুন জানান, ‘সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো যতদিন না মানা হবে, ততদিন নৌযান ধর্মঘট চলবে। ‘

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও