ইউপি সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ, ১৫ বস্তা চাল জব্দ

জুন ২৭ ২০২৫, ২২:০৮

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. কবিরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত দশটার দিকে অভিযোগের ভিত্তিতে পৌর শহরের শহানির চায়ের দোকানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা গেছে, সরকারের বিশেষ বরাদ্দে জেলেদের জন্য দেওয়া এই চাল বিতরণের বদলে তা বাইরে বিক্রির উদ্দেশে সরিয়ে ফেলা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনসাধারণ ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইহসিন আরাফাত রানা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইহসিন আরাফাত রানা বলেন, স্থানীয়ভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অভিযানে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে, যা সরকারি বরাদ্দের অংশ। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও