পটুয়াখালীতে সালিশি বৈঠকের পর যুবকের হাত বিচ্ছিন্ন করল চাচাতো ভাই

জুন ১১ ২০২৫, ১২:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিরান নামের এক যুবকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় বাম হাতও বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় হামলাকারী। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির মধুপাড়া বাজারে একটি সালিশ বৈঠকের পর এ হামলা চালানো হয়। আহত মিরান ওই ইউপির ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মিরান ও তার চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে। ঘটনার দিন সালিশ বৈঠকে বসে উভয়পক্ষ। পরে রাতে মধুপাড়া বাজারে মিরান একা থাকাকালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় সোহেল। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ফলে মিরানের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বা হাত আংশিক কাটা পড়ে।

তারা আরও জানান, রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া এখনো অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও