বাউফলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলে গ্রেপ্তার

জানুয়ারি ২০ ২০২৫, ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাউফলে ইয়াবাসহ স্বামী, স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০জানুয়ারি) বিকাল তিনটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭), তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) ও ছেলে শাওন উদ্দিন (২০)।

পুলিশ জানিয়েছে, নেছার চৌকিদার ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় নেছার উদ্দিন ও তার স্ত্রী’কে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই দম্পতি ছেলে শাওনকে আটক করে জিজ্ঞাবাদ করা হলে তিনি মাদক ব্যবসার সাথে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। সম্প্রতি গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে মাদক বিরোধী মিছিল হয়েছিলো। অপর দিকে মাদকসহ গ্রেপ্তারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পরেন স্থানীয় কয়েকজন সাংবাদিক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, পুলিশকে মাসওয়ারা দিয়ে কালাইয়া বন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করা হয়। ৫-৭ সদস্যের একটি সিডিকেট রয়েছে যাদের মাধ্যমে টেকনাফ ও চট্রগ্রাম থেকে এই মাদক আনা হয় এবং এলাকা ভিত্তিক তাদের নিয়োজিত ব্যক্তিদের মাধ্যমে বিক্রি করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও