স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ: দুই দিনেও মামলা নেয়নি পুলিশ

নভেম্বর ২৫ ২০২২, ১৬:৩৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে একাধিকাবার ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ করা হয়।

অভিযুক্তকে গ্রেপ্তার করলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনেও মামলা নেয়নি পুলিশ। ছাত্রীর বাবা জানান, তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে কালাইয়া গ্রামের রাম ব্যাপারীর ছেলে হৃদয় ব্যাপারী ও তার সহযোগী ভগ্নিপতি সুব্রত সরকারের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার রাতে ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

কিন্তু অভিযোগের পর দুই দিন পার হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মামলা রেকর্ড না করে গড়িমসি করছে পুলিশ। বাদীকে রাতে ও সকালে ডাকলেও অজ্ঞাত কারণে মামলা হচ্ছে না।

ওসি সাংবাদিকদের সঙ্গে স্পষ্ট করে কোনো কথা বলছেন না। বাদীকে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে হৃদয় ব্যাপারী (২০) চলতি বছর ৫ মে তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।

পরে ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। ছাত্রী আর রাজি না হওয়ায় গত ১৪ ও ২০ নভেম্বর ছাত্রীর নামে ভুয়া আইডি খুলে হৃদয় ছবি পোস্ট করে।

মেয়েটির বাবা জানান, তাঁর মেয়েকে হৃদয় দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। তিনি ধর্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানায় অভিযোগ করেছেন।

কিন্তু দুই দিন ধরে একবার সকালে একবার বিকেলে থানায় আসতে বলে তাঁকে হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত হৃদয়কে আটক করলেও কোনো মামলা নিচ্ছে না।

ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি মামলার বিষয়ে কিছু না বলে এড়িয়ে যান।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও