মহিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
জানুয়ারি ১৪ ২০২৫, ১২:২৮
কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
মহিপুর থানা বিএনপি’র দপ্তর সম্পাদক কাওসার মনিরের সঞ্চালনায় লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান’র সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জলিল মৃধা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, থানা যুবদলের আহবায়ক সিদ্দিক মোল্লা, যুগ্ন আহবায়ক আলী আক্কাস হাওলাদার, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মজিবর রহমান।
এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুকু, রেদোয়ান হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল-আমিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।








































