পুলিশের গুলিতে নিহত সেলিমের কবর জিয়ারত করলেন ব্যারিষ্টার এস এম মঈনুল করিম

ডিসেম্বর ২৮ ২০২৪, ১৮:১১

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠির নলছিটিতে সেলিম তালুকদারের কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার এস এম মঈনুল করিম।

শনিবার (২৮ ডিসেম্বর ) বিকাল ৩ টার দিকে উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায় সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন। পরে তিনি সেলিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এসময় তার বড় ভাই ঝালকাঠি -২ আসনের জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম তালুকদার । ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও