বরিশালে বিএনপি নেতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিসেম্বর ২০ ২০২৪, ১২:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাতে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন (অজ্ঞাতনামা) আসামী হিসেবে মেহেদী হাসান উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও