কুয়াকাটা সৈকতে বিডি ক্লিন বরিশালের পরিচ্ছন্নতা অভিযান

ডিসেম্বর ০৭ ২০২৪, ১৫:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- এ স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিম। দেশ পরিষ্কারের শপথ নিয়ে শতাধিক স্বেচ্ছাসেবক সৈকত পরিষ্কারের এ অভিযানে অংশ নেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা জিরো পয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে কার্যক্রম শুরু করে তারা পর্যায়ক্রমে পুরাতন মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা ট্যুরিজম পার্ক এবং জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন স্পট পরিচ্ছন্ন করেন।

বিডি ক্লিনের এই উদ্যোগে বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং কলাপাড়াসহ বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্ছাসেবক, ট্যুর গাইড, ট্যুর অপারেটর, কুয়াকাটা প্রেসক্লাব এবং স্থানীয় পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীরা অংশ নেন।

কুয়াকাটা বিডি ক্লিন টিমের সদস্য আসাদুজ্জামান মিরাজ জানান, তাদের উদ্দেশ্য শুধু কুয়াকাটা নয়, বরিশাল বিভাগসহ দেশের সব পর্যটন কেন্দ্রের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা করছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, এমন উদ্যোগে আরও বেশি মানুষ এগিয়ে আসুক।”

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও