ঝালকাঠিতে বাগান থেকে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

নভেম্বর ২৫ ২০২৪, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির সদর উপজেলা থেকে আয়শা বেগম (৫৫ ) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়শা বেগম ওই এলাকার মরহুম রশিদ শরিফের স্ত্রী। তার দু’ ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত পরিবারের অভিযোগ, ‘আয়শা বেগমের সাথে তার চাচাত শ্বশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এ কারণে তাকে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি বাগানে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। আয়শা বেগমের দু’ চোখ থেকে রক্ত ঝরছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।’

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও