বিচারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ

বরিশালে আওয়ামী সমর্থকদের হামলায় বিএনপি পন্থী নারীর মৃত্যু

নভেম্বর ০৪ ২০২৪, ০২:৫৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ঈদগাহ ময়দান সংলগ্ন ভাটার খাল বস্তিতে হামলা পাল্টা হামলার ঘটনায় গুরুত্বর আহত বিএনপি পন্থী মায়া বেগম নামে তিন সন্তানের জননী বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এখবর এলাকায় ছড়িয়ে পরলে নিহতের স্বজনরা ও এলাকাবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার মধ্যরাতে মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

 

ভাটার খাল এলাকার বাসিন্দা ও মৃত মায়া বেগমের স্বামী রুহুল আমিন অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর দুপুরে একই এলাকার
আওয়ামী সমর্থনকারী রুহুল সহ স্থানীয় তানিয়া বেগম ও শিল্পী বেগমের ঘরে হামলা চালায় ভাটার খাল বস্তির বাসিন্দা মোবারক হোসেন জিদনী, লাদেন, হাসানসহ তাদের সন্ত্রাসী বাহিনী। ওইসময় হামলাকারীরা নিহত মায়া বেগম, তানিয়া বেগম ও শিল্পী বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকেলে মায়া বেগমের মৃত্যু হয়েছে।

নিহতর গৃহবধূর লাশটি ময়না তদন্ত জন্য হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

নিহত মায়া বেগমের একজন প্রতিবন্ধীসহ তিন সন্তানের জননী। তার কোলের ছোট শিশুর বয়স মাত্র ছয়মাস।

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগের ব্যাপারে ভাটার খাল বস্তির বাসিন্দা মোবারক হোসেন জিদনী সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনারদিন রুহুল আমিন ও তার লোকজনে প্রথমে তাদের উপর হামলা চালিয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে তাকে হত্যার উদ্দেশ্য কেউ হামলা চালায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, হাসপাতালে মৃত মায়া বেগমের স্বজনদের থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও