বরিশালে জেলা ছাত্রদলের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নভেম্বর ২৩ ২০২২, ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক  ‍॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভের একপর্যায়ে নেতাকর্মীরা নগরের ব্যস্ততম সড়ক সদর রোডের অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বুধবার রাত ৮টায় সদর রোডে সড়কে বসে অবরোধ করে তারা। বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন জানান, বুধবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলের উপর নারায়নগঞ্জের আড়াইহাজার নামকস্থানে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার গাড়ি বহরে হামলা চালায়।

এরই প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করে। এসময় বিক্ষোভ মিছিলে অন্যানা কবির, লেলিন মোর্সেদ, আল-আমিন, অরিফ সিকদার, রাহাত, যুবায়েরসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারিদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও