নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
অক্টোবর ০৭ ২০২৪, ১৬:৩৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নলছিটি সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম এবং পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর ) সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কলেজের কয়েক শত শিক্ষার্থী।এসময় বক্তব্য রাখেন,কলেজ ছাত্র দলের সভাপতি রাকিব গাজী, সদস্য সচিব হিমেল, শিক্ষার্থী রাকিব আহমেদ প্রমুখ।
বক্তারা জানান, তার অবৈধ নিয়োগের বিরুদ্ধে ২০১২ সালে একটি মামলা করা হয়েছিল, মামলায় নিয়োগ স্থগিত করা হলেও দলীয় প্রভাবে তার নিয়োগ টি দেওয়া হয়।
তিনি সিটি কলেজে ১২ বছর প্রভাষক হিসেবে দায়িত্ব পালন না করে সরাসরি অধ্যক্ষ নিয়োগ পান, যেটা পুরোপুরি অনিয়মতান্ত্রিক একটি নিয়োগ।
তার নিয়োগ পরীক্ষায় ২৯ জন প্রার্থী থাকার পরও দলীয় চাপ প্রয়োগের মাধ্যমে কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, দুইজন ডামি প্রার্থী রেখে তাকে নিয়োগ দেওয়া হয়।
কলেজ সরকারিকরণের কথা বলে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন।এ ছাড়া বিভিন্ন সময় ভর্তি ফি ১২৫০ টাকা বোর্ড থেকে নির্ধারন করে দেওয়া হলেও সেখানে সে ৪০০০ থেকে ৫০০০ হাজার টাকা নিয়ে ভর্তি বাণিজ্য করেছে, এসএসসি পরীক্ষার এডমিট কার্ড দেওয়া বাবদ প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে এভাবে নানা কৌশলে অনিয়ম এবং বাণিজ্য করে দীর্ঘ ১২ বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ।
এ বিষয়ে রফিকুল ইসলাম কবির বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করে মানববন্ধন করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সমাজে ছোট করার জন্য একদল লোক আমার পিছনে লাগছে।








































