দীপিকার সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম

নভেম্বর ২২ ২০২২, ২২:১৭

দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কি করেননি আলোচিত ও সমালোচিত হিরো আলম? গান, অভিনয়, প্রযোজনা- সব কিছুর স্বাদই নিয়েছেন তিনি। এবার হিরো আলম জানালেন তার একটি ইচ্ছের কথা। আর তা হলো বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চান তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার সন্ধ্যায় ভারতের সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের।

সেখানে উপস্থিত ছিলেন হিরো আলম। এই অনুষ্ঠানেই দীপিকার সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কোনোদিন ভাবতে পারিনি ওপার বাংলা থেকে এপার বাংলার কোনো অনুষ্ঠানে আসব। ভারতে এসে একদিন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই।’

এদিকে হিরো আলমকে পেয়ে চরম উন্মাদনা দেখা গেছে দেশটি সমরেশগঞ্জের মানুষের মাঝে। তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন মানুষ। হিরো আলমকে পেয়ে সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়েছিলেন ভক্তরা। পরিস্থিতি সামলাতে ভারতীয় পুলিশকেও হিমশিম খেতে হয়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও