বরিশাল শহরকে নতুন রূপে রাঙিয়ে তুলেছে শিক্ষার্থীরা
আগস্ট ২১ ২০২৪, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে বরিশালের প্রধান সড়কসহ অলিগলির দেয়ালগুলো শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে ছেয়ে গেছে। এসব গ্রাফিতিতে দেশ সংস্কারসহ বিভিন্ন অধিকার আদায়ের দাবি উত্থাপিত হচ্ছে। আর এসব ছবিতে ফুঁটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস।
শিক্ষার্থীরা বলছে, দেশ সংস্কারে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে এসব কর্মসূচি চলছে। এর মাধ্যমে নগরবাসীকে সচেতন করা হচ্ছে তাদের নাগরিক অধিকার রাস্ট্রের কাছ থেকে আদায় করে নিতে। শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতে তুলে ধরা হয়েছে ‘আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করবো’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘এ শহর আর কাঁদবে না, অন্যায় আর থাকবে না’ এমন স্লোগানে নানা শিল্পকর্মে রেঙে উঠছে বরিশালের বিভিন্ন দেয়াল।
নগরীর পুলিশ লাইন রোড, রাজা বাহাদুর সড়ক, বান্দ রোড, বিএম কলেজ সড়ক, আমতলার মোড়, রূপাতলী ও নথুল্লাবাদ বাসটার্মিনালে গ্রাফিতির ব্যাপকতা দেখা গেছে। এসব গ্রাফিতি আঁকতে শিক্ষার্থীদের স্থানীয় জনসাধারণসহ পথচারীদের উৎসাহ দিতে দেখা গেছে। রঙ কিনে দেওয়াসহ খাবার বিতরণও করতে দেখা গেছে জনসাধারণকে।








































