ব‌রিশা‌লে আইন শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ, সড়ক অব‌রোধ

জুন ২৭ ২০২৪, ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক: ব‌রিশাল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত আইন মহা‌বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি‌ আনোয়ার হোসেন‌কে অপসারণ ও শা‌স্তির আওতায় আনার দাবী‌তে মানববন্ধন ও সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে শিক্ষার্থীরা।

আজ  বৃহস্পতিবার দুপু‌রে নগরীর অমৃত লাল দে সড়‌কে এই কর্মসূচী পালন ক‌রে তারা। মানববন্ধ‌নের পর সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রেন শিক্ষার্থীরা।

এ‌তে সড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়। শিক্ষার্থীরা জানায়, আ‌নোয়ার হো‌সে‌নের দুর্নী‌তি‌তে দি‌শেহারা মহা‌বিদ‌্যালয়‌টি। অর্থ আত্মসাৎ ক‌রে নানা অপকর্ম ক‌রে চল‌লেও সে বহাল ত‌বিয়‌তে র‌য়ে‌ছে। মহা‌বিদ‌্যাল‌য়ের ম‌ধ্যে এক গ্লাস জল খে‌তেও বেগ পে‌তে হয়।

নানা অ‌নিয়ম দুর্নীতি‌তে জর্জরিত পু‌রো মহা‌বিদ‌্যালয়। আ‌নোয়ার হো‌সেন‌কে অপসারণ ক‌রে শা‌স্তির আওতায় না আন‌লে ক‌ঠোর আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী দেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও