বরগুনা গাঁজাসহ আটক ১

মে ০৯ ২০২৪, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীর গড়িয়াবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মনির হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে বেতাগী উপজেলার গড়িয়াবুনিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান আনিচুর রহমানের বাড়ির সামনে মনিরের চায়ের দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। মনির গত ২৭ এপ্রিল গ্রাম পুলিশে নিয়োগ পান। তবে মনির বলেন, আমি গাঁজা বিক্রি করি না। আমার শত্রুপক্ষ আমার চৌকিদারি চাকরি মেনে না নিতে পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বরিশালটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ মনির হোসেনকে আটক করেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সেবন ও বিক্রি করত বলে জানা গেছে। তার বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও