আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

নভেম্বর ১৮ ২০২২, ১৫:০৭

বিনোদন ডেস্ক :: ২০১৫ সালের ১৮ নভেম্বর ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে সঙ্গী করে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। চ্যানেলটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ পাচ্ছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

আবুল হায়াত বলেন, ‘একটা টেলিভিশন চ্যানেল থেকে যখন কোনো প্রাপ্তি আসে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগে এটিএন বাংলা থেকে আজীবন সম্মাননা পেয়েছিলাম। এবার দীপ্ত টেলিভিশনের এই সম্মাননার ঘোষণা আমাকে আবেগাপ্লুত করেছে।’

এ সময় আবুল হায়াত জানান, দীপ্তর কোনো নাটকে অভিনয়ের সুযোগ তিনি পাননি। তারপরও দীপ্ত টিভি দর্শকের জায়গা থেকে তার অভিনয় ও কাজে মূল্যায়ন করেছে; এতে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘দীপ্ত টিভির কোনো নাটকে অভিনয় করেছি কিনা, আমার মনে পড়ছে না। তারপরও সেই টেলিভিশন সম্মানিত করছে, এটা অনেক বড় অর্জন। শুধু এটাই বলব, এক জীবনে অনেক কিছু পেয়েছি। যারা আমাকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা।’

জানা গেছে, এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। এ ছাড়া থাকছে ব্যান্ডদল অবসকিউর ও পার্থিবের পরিবেশনা। আয়োজনটি উপস্থাপনা করবেন রুহানি সালসাবিল লাবণ্য ও রাফসান সাবাব। পুরো আয়োজনটি আজ সন্ধ্যা ৭টা থেকে সরাসরি প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও